সাভারে ইঞ্জিনিয়ার সাইদুর রহমান বাদলের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রামের প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোঃসাইদুর রহমান (বাদল)’র উদ্যোগে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও বিভিন্ন মসজিদে অনুদান প্রদান করা হয়েছে।

ইঞ্জিনিয়ার মোঃ সাইদুর বাদল একজন উদার মনের মানুষ, তিনি প্রতি বছর পবিত্র রমজান মাসে এলাকার অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকেন।

এছাড়া ও তিনি বিভিন্ন সময় এলকার অসহায় ও গরীব দুঃখী মানুষের বিপদ আপদে সব সময় পাশে থাকেন, তিনি বলেন আমরা নিজ নিজ অবস্থান থেকে সবাই যদি দেশের অসহায় ও দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসি তাহলে আমাদের এই সমাজের অসহায় মানুষ গুলো দু’বেলা দুমুঠো ডাল ভাত খেতে পারে, কিন্তু আমরা সহযোগিতা করার মানসিকতা হারিয়ে ফেলেছি, আমার সহযোগিতা লোক দেখানোর জন্য নয়, আমার এসব কার্যক্রম দেখে যাতে সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসে এজন্যই প্রচার করা।

তিনি আরও বলেন আমি সব সময় গ্রামের উন্নয়নে কাজ করে যাবো। এলাকার যে কোন সমস্যা আপনারা আমাকে জানাবেন আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ   উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।