মনোহরদীতে,থানা পুলিশ কর্তৃক ২টি বিদেশী পিস্তল, তাজাগুলি উদ্ধারসহ ২জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি।  আজ রবিবার (১৬ মার্চ ২০২৫খ্রি.) নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্তে প্রেস ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়। 

অফিসার ইনচার্জ, মনোহরদী থানা, নরসিংদীর নেতৃত্বে এসআই(নিঃ)/মোহাম্মদ শাহিনুর ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পান যে, কতিপয় লোকজন অবৈধ অস্ত্র-গুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১৫/০৩/২০২৫ তারিখ রাত ১৯.৪৫ ঘটিকায় মনোহরদী থানাধীন চঙ্গভান্ডা সাকিনস্থ মুরগী বাজারের পূর্ব পার্শ্ব হতে ২জন অস্ত্র ব্যবসায়ীকে ধৃত করেন। ধৃত আসামীদের নিকট হতে ২টি বিদেশী সচল পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। 

আলামত সমূহ

২টি বিদেশী সচল পিস্তল 
২ রাউন্ড তাজা গুলি 
১টি পালসার মোটরসাইকেল 

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা 
০১। মো: মামুন প্রধান (৩৬), পিতা- মন্তাজ উদ্দিন প্রধান ৥ মমতাজ উদ্দিন, সাং- আশ্রাফপুর, থানা- শিবপুর, জেলা- নরসিংদী,

০২। আজিম খান (২৫), পিতা- মৃত দেলোয়ার হোসেন খান, সাং- আশ্রাফপুর (চাকবাড়ী), থানা- শিবপুর, জেলা- নরসিংদী।  

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মনোহরদী থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।