টঙ্গীতে জিয়া মঞ্চের মশাল মিছিল 

টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি:  বাঘেরহাট জেলার চিতলমারী থানার সভাপতি নিজাম কাজীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদেট ৮ দিনের মধ্যে  গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে টঙ্গীতে মশাল মিছিল করেছে জিয়া মঞ্চের নেতাকর্মীরা।

শনিবার রাত আটটায় জিয়া মঞ্চ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার উদ্যোগে এই মিছিল হয়।

জানা যায়, জিয়া মঞ্চের বাঘেরহাট জেলার চিতলমারী থানার সভাপতি নিজাম কাজী সন্ত্রাসীদের হাতে খুন হন। এই খুনের প্রতিবাদে অনুষ্ঠিত মশাল মিছিল থেকে ৮ দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। মশাল মিছিলটি স্টেশন রোডের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে টঙ্গী পূর্ব থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জিয়া মঞ্চ গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লার নেতৃত্বে মশাল মিছিল শেষে অনুষ্ঠিত সভায় জিয়া মঞ্চ টঙ্গী পূর্ব থানার সভাপতি সুমন গাজী, সাধারণ সম্পাদক শহিদুল আলম লিটন, কামরুজ্জামান টুটুল প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।