চ্যানেল7বিডি ডেক্স: মানিকগঞ্জের ষাইটঘর তেওতা এলাকার যুবক জুলহাস নিজের তৈরি উড়োজাহাজ (আরসি বিমান) উড়িয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে যমুনার চরে উড়োজাহাজটি নিয়ে প্রায় ৫০ ফুট উচ্চতায় উড়াল দেন তিনি। জেলা প্রশাসক ড. মানেয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে এ সফল পরীক্ষা সম্পন্ন হয়। বিরল এই ঘটনার সাক্ষী হতে ভিড় জমায় অসংখ্য মানুষ।
নদীভাঙনে গৃহহীন, তবু থেমে থাকেননি জুলহাস
জুলহাসের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায়। তবে নদীভাঙনে সর্বস্ব হারিয়ে তার পরিবার এখন শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকায় বসবাস করছে। ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি পঞ্চম।
২০১৪ সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করলেও অর্থাভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারেননি জুলহাস। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন, তবে তার স্বপ্ন সবসময় ছিল নতুন কিছু উদ্ভাবনের।
ছোটবেলা থেকেই আবিষ্কারের নেশা
জুলহাসের ভাই নয়ন বলেন, জুলহাস ছোটবেলা থেকেই প্লাস্টিকের বিভিন্ন বস্তু কেটে নতুন কিছু বানানোর চেষ্টা করত। সে সবসময় বলত, একদিন সবাই দেখবে আমি কী বানিয়েছি!
গত চার বছর ধরে জুলহাস নিজের তৈরি বিমান উড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু সফল হতে পারেননি। তবে এবার তিনি সফলভাবে আকাশে উড়াল দিয়েছেন।
সরকারি সহায়তার প্রতিশ্রুতি
জেলা প্রশাসক ড. মানেয়ার হোসেন মোল্লা জানান, জুলহাসের গবেষণায় সরকার সহযোগিতা করবে। ইতোমধ্যে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যাতে সে আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে।
তথ্যসূত্র: ইউএনবি নিউজ