রোমান হোসেন, সাভার : ঢাকার সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সাভার ও ঢাকার বিভিন্ন ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে আমিনবাজারের পাওয়ার গ্রিড সাবস্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সকাল ৭টা ১৫ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়েছি। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ট্রান্সফরমারের ভেতরে দাহ্য তেল থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত করে পরে জানানো হবে।
এ ঘটনা তদন্তে বিদ্যুৎ কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার।
ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ গোলাম কাউসার তালুকদার বলেন, আগুনে গ্রিডের একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে। গ্রিডে আরও ট্রান্সফর্মার ছিল। বিকল্প ওই সব ট্রান্সফর্মারের মাধ্যমে পর্যায়ক্রমে সাধারণ আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রিডে আগুন লাগার কারণে সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ ছিল না। বিকল্পভাবে বিদ্যুতের ব্যবস্থা করায় অনেক এলাকাতেই পুনরায় বিদ্যুৎ চালু করা সম্ভব হয়েছে। আশা করছি বিকেলের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে। সব এলাকায় বিদ্যুৎ চালু করা সম্ভব হবে।