কুষ্টিয়ায় আবারো সাংবাদিকের উপর হামলা

জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় প্রতিনিয়ত সাংবাদিকদের উপর হামলার ঘটনা বেড়েই চলছে। এবার হামলার শিকার হয়েছেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হক। ১১ মার্চ দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহকালে হামলার শিকার হন তিনি।

এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একাধিক সাংবাদিক নেতৃবৃন্দ ও সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা।
ঘটনা সুত্রে জানা যায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্মরত নার্স ও স্টাফদের সাথে বাইরের বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক মারমুখী আচরণ করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের জরুরী বিভাগের সামনে হট্টগোল দেখতে পান সাংবাদিক নাজমুল হক। এসময় উপস্থিত জনসাধারণের মাধ্যমে মারমুখী ভুমিকায় থাকা যুবকদের চিহ্নিত করার পর তাদের থেকে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি। সেসময় অভিযুক্ত যুবকরা সহ আরো বেশ কয়েকজন যুবক তার উপর চড়াও হন এবং একপর্যায়ে নাজমুলকে তারা বেধড়ক মারপিট করতে থাকেন। হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগী ও রোগীর স্বজনরা এগিয়ে গিয়ে হামলাকারীদের হাত থেকে নাজমুলকে ছিনিয়ে নেন। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে সাংবাদিকদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক নাজমুলকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হক জানিয়েছেন, বিষয়টি একেবারেই অনাকাঙ্খিত। সংবাদ সংগ্রহ করতে হাসপাতালে যাওয়ার পর ঘটনাটি সম্পর্কে জানার চেষ্টা করলে উল্টো আমার উপর হামলা করা হয়। বিষয়টি নিয়ে সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও হামলাকারীদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।