ফরিদপুরে‌ দুর্বৃত্তদের আঘাতে কিশোর আহত

জেলা প্রতিনিধি: ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় ‌ রুমন শেখ(২০) নামে এক যুবক আহত হয়েছে । এ ব্যাপারে ‌ কোতোয়ালি থানায় সাদিপুর নিবাসী নাসিমা বেগম নামে একজন মহিলা অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে একই সাকিনের আসামি মোঃ হাসিব (২০), পিতা:মোঃ রব কবিরাজ,মোঃ সামি (২০), পিতা- মোঃ লিটন কবিরাজ, উভয় সাং:সাদিপুর (বাজার সংলগ্ন), গত ০৮ মার্চ জুম্মার নামাজ শেষে মসজিদের সামনে উক্ত আসামীরা মোটর সাইকেলের হর্ন দিয়ে জোরে শব্দ করার কারনে আমার ছেলে মোঃ রুমন শেখ (২০) প্রতিবাদ করে। তখন উক্ত আসামীরা আমার ছেলের প্রতি ক্ষিপ্ত হয় ও আমার ছেলের সাথে কথা কাটাকাটি হয় এবং আসামীরা আমার ছেলেকে হমকি প্রদান করে।

পরবর্তীতে ০৯ মার্চ আমার ছেলে পার্শ্ববর্তী মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাড়ীতে ফেরার পথে সন্ধ্যা অনুমান ৬.৫০ মিনিটে সাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে উল্লেখিত বিরোধের জের ধরে উপরোক্ত আসামীরা এসে অতর্কিতভাবে আমার ছেলের গতিরোধ করে আক্রমন করে।

আসামী হাসিবের হাতে থাকা ধারালো চাকু দিয়া আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে বুকের বাম পাশে কোপ মারিয়া চাকু বুকের মধ্যে ঢুকাইয়া দিয়া মারাত্বক পুরুতর রক্তাক্ত জখম করে।

আসামী সামির হাতে থাকা লোহার রড দিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে আমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ও নীলাফুলা জখম করে। আমার ছেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে আসামীরা পুনরায় আমার ছেলেকে মারপিট করিয়া খুন করিয়া ফেলিবে মর্মে হমকি দিয়ে চলে যায়।

স্থানীয় লোকজন আমার ছেলের বুকের মধ্যে চাকু ঢুকে থাকায় মারাত্বক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করিয়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার আমার ছেলের বুক থেকে চাকু বের করে। আমার পরিবারের লোকজন সংবাদ পাইয়া উক্ত হাসপাতালে আসিয়া আমার ছেলেকে চিকিৎসাধীন অবস্থায় পাই। পরবর্তীতে উপরোক্ত ঘটনার বিষয়ে ঘটনাস্থলের আশপাশের লোকজনসহ আমার ছেলের নিকট বিস্তারিত শুনিতে পাই। আমার ছেলে বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।