ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল সাভার

রোমান হোসেন, সাভার : সারাদেশে ধর্ষণ, সহিংসতা, নিপীড়ন, হেনস্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকার সাভারের রাজপথ এখন উত্তাল। সোমবার (১০ মার্চ) সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।

এরমধ্যে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে শহীদ মারুফ চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, সাধারন সম্পাদক মাহফুজ ইকবাল ও সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক হাসিবুর রহমান পিয়াস সহ জেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৃথক আয়োজনে সাভার প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি সাভার উপজেলা শাখা। দুপুরে একই স্থানে এনাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় ধর্ষণ রোধে আইন সংস্কারের দাবি জানান বিক্ষুদ্ধরা। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।