চ্যানেল7বিডি ডেক্স: বাংলাদেশ সরকার ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৯ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের নীতি অত্যন্ত স্পষ্ট। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে ধর্ষকের কোনো স্থান নেই। মাগুরার সাম্প্রতিক ঘটনায় অভিযুক্তদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। নারীদের প্রতি সংঘটিত সহিংসতার ঘটনাগুলোর দ্রুত তদন্ত ও বিচারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা
নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, নারীরা যেন নির্ভয়ে ঘরে-বাইরে দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে থাকবে। যারা সহিংসতায় জড়াবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
আইনগত পদক্ষেপ ও সামাজিক সচেতনতা
ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, সামাজিক আন্দোলন ও জনসচেতনতা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রমজানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও,
অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল।
যৌথবাহিনী (সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার) নির্দিষ্ট টার্গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে।
রমজানে চাঁদাবাজি, ছিনতাই ও বাজার মনিটরিংয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন, আসন্ন ঈদে মানুষের যাত্রা নিরাপদ করতে মহাসড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তথ্যসূত্র: বাসস