নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে এবং করনীয় বিষয় নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী। বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম, মতিয়ার রহমান মজনু, এ্যাড. অনুপ কুমার নন্দী, ডা: আমিনুল হক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, প্রকৌশলী ফারুক উজ জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, এ্যাড. হাসানুল আসকার হাসু, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক, শ্রম সম্পাদক গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য হাবিবুল হক পুলক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আসম আখতারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুল হক, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল হালিম, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফ উদ্দিন রিমন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, জেলা কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন লাবলু, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, আওয়ামীলীগের অংগ ও সহযোগী সংগঠনকে ঢেলে সাজানো হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হবে। সংগঠনকে সুসংগঠিত করে যে অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করা হবে। বিশেষ করে স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপির সকল অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
সাধারণ সম্পাদক আসগর আলী বলেন, আজ সময় এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সমাজচ্যুত করার। দলের মধ্যে কোন অনুপ্রবেশকারী রাখা যাবে না। দলকে পুরোপুরি ঐক্যবদ্ধ করা হবে। কুষ্টিয়ার মাটি থেকে জামায়াত শিবিরের রাজনীতি নিশ্চিহ্ন করা হবে।