‘বৈষম্যবিরোধী’ বা ‘সমন্বয়ক’ পরিচয়ের আর অস্তিত্ব নেই: এনসিপি আহ্বায়ক

চ্যানেল7বিডি ডেক্স: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের পর ‘বৈষম্যবিরোধী’ বা ‘সমন্বয়ক’ পরিচয় এখন আর অস্তিত্ব নেই, এমনটাই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে স্পষ্ট বার্তা
শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অপকর্মে ‘সমন্বয়ক’ পরিচয়ের অপব্যবহার বন্ধের আহ্বান
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের অবস্থানে নেই। সেখানে থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। ফলে ‘বৈষম্যবিরোধী’ বা ‘সমন্বয়ক’ পরিচয় আর অস্তিত্ব রাখে না।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করে বলেন,
যদি কেউ ‘বৈষম্যবিরোধী’ বা ‘সমন্বয়ক’ পরিচয় ব্যবহার করে কোনো অপরাধে জড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা
নাহিদ ইসলাম আরও জানান,
আমরা এখন রাজনৈতিক নিবন্ধনের শর্তাবলী নিয়ে মনোযোগী। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি।
রমজানের পর আমরা পুরো দমে কাজ শুরু করব। জোট গঠন বা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় লাগবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীসহ দলটির অন্যান্য নেতারা।

তথ্যসূত্র: ইউএনবি নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।