সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

চ্যানেল7বিডি ডেক্স: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ মার্চ) উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বিওপি কর্তৃক এই অভিযান পরিচালিত হয়।

সীমান্তে বিজিবির সফল অভিযান
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১২৯৪/৩-এস থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে জঙ্গলবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের তালিকা

শার্ট: ৫,১২৭টি
প্যান্টের কাপড়: ১৫৬ মিটার
ব্লেজার কাপড়: ১,২৯৬ মিটার
পাঞ্জাবির কাপড়: ২০,৪৩০ মিটার
স্কিন সানরাইজ ক্রিম: ৯,০০০ পিস
মোট বাজারমূল্য: ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।

বিজিবির প্রতিক্রিয়া ও নিরাপত্তা জোরদার
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় পণ্যগুলো আটক করে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তথ্যসূত্র: ইউএনবি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *