সাভারে অবৈধ ইটভাটা ও পরিবেশ দুষনকারী কোন প্রতিষ্ঠান পরিচালনা করতে দেয়া হবেনা

জেলা প্রতিনিধি: ঢাকার সাভারে আমিন বাজারে পরিবেশের ভারসাম্য এবং জীব বৈচিত্র রক্ষার জন্য পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ ইটভাটাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া উপজেলা প্রশাসনের দায়িত্ব বলে উল্লেখ করে অবৈধ ইটভাটা মালিকদের হুশিয়ারী দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার।

সোমবার (৩মার্চ) সকালে আমিনবাজার ইউনিয়নের উত্তর কাউন্দিয়া মৌজায় অবস্থিত নূর ব্রিকস্ এবং মেসার্স টিবিসি ব্রিকস্ নামক ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভাটা দুটির চুল্লি ভেঙ্গে দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সাভারে ইটভাটাসহ পরিবেশের জন্য ক্ষতিকর কোন প্রতিষ্ঠান থাকতে পারবেনা। পর্যায়ক্রমে আমরা সাভারকে সুরক্ষিত রাখার জন্য, মানুষকে স্বস্তি দেয়ার জন্য এবং জীব বৈচিত্র রক্ষা করার জন্য যারা পরিবেশ দুষন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। যতদিন পর্যন্ত একটি ইটভাটা অবৈধ থাকবে ততোদিন এই অভিযান চলবে।

অভিযানকালে দেখা যায় ভাটা দুটির কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে অনুমোদনহীন অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছিলো। বৈধভাবে ইটভাটা পরিচালনার জন্য জেলা প্রশাসকের লাইসেন্স, ফায়ার লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে পরিচলানার মাধ্যমে পরিবেশের ক্ষতি সাধন করে আসছিলো একটি চক্র। সবশেসে উচ্চ আদালতের নির্দেশে অবৈধ ইটভাটা অপসারনে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, পৌরসভা, পল্লিবিদ্যুৎ কর্তৃপক্ষ, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি গণমাধ্যম কর্মী এবং উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।