মোংলায় বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জেলা প্রতিনিধি : মোংলায় রমজান মাসে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শহরের ফল বাজার এলাকায় পাইকারী ও খুচরা দোকানে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন, পণ্য মজুত না করতে, অতিরিক্ত মুনাফা করে জনভোগান্তি তৈরি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সর্তক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন এর নেতৃত্বে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি পৃথক মামলায় ৪জনকে ১৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ধারায় পৌর শহরের চৌধুরী মোড় এলাকার ফল বিক্রেতা মো: বায়জিদ হাওলাদার কে ৩ হাজার টাকা, মো: বাদশা কে ১০ হাজার টাকা, মো: শিপন কে ১৫শত টাকা ও মো: শাহাজান কে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পুলিশ ও নৌ-বাহিনীর একটি টিম এসময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *