মনোহরদীতে, চালাকচর বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযানে জরিমানা  আদায়

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি!! নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাক চর বাজারে অদ্য ০৪/ ০৩/২০২৫ রোজ, মঙ্গলবার  দুপুর ২টা ৫০ মিঃ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও  সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সজিব মিয়া ও মনোহরদী থানার  অফিসার ইনচার্জ  ( ওসি) আঃ জব্বারের নেতৃত্বে, ফলের দোকান, মাংশের দোকান, পোলট্রি দোকান, মুদি দোকান,মাছের বাজার ও ইফতারী বাজার মনিটরিং  ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। পণ্য মূল্য তালিকা  দৃশ্যমান স্থানে  টানানো না রাখায়, একজন ব্যবসায়ী কে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  ২০০৯ এর ৩৮ ধারায় নগদ জরিমানা আদায় করা হয়। উক্ত  অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ  স্যানেটারী ইন্সপেক্টর  ও নিরাপদ খাদ্য পরি দর্শক এম,এইচ পারভেজ ও মনোহরদী থানার পুলিশ ফোর্স । 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।