জেলা প্রতিনিধি : ঢাকার সাভারে তিন মাসের ‘ওভারটাইম’ বিল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে আরিচা মহাসড়ক রাস্তা অবরোধ করেছেন প্রতীক গার্মেন্টসের শ্রমিকেরা।
রোববার (২ মার্চ) রাত সাড়ে আটটা থেকে মহাসড়কের উলাইল এলাকায় প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে সড়কের অন্তত ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকেরা বলছেন, তিন মাস ধরে ওভারটাইম (নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ) বিল ও বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। রমজান শুরু হওয়ার আগেও ‘দিই, দিচ্ছি’ করে শেষ পর্যন্ত আজ রোববারও শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন তাঁরা।
পরে প্রায় আড়াই ঘণ্টা পর সেনাবাহিনীর একটি দল শ্রমিকদের জানায়, এক ঘণ্টার মধ্যে মালিকপক্ষ তাঁদের সঙ্গে দেখা করবে—সেনাবাহিনীর এমন আশ্বাসে তাঁরা সড়ক ছেড়ে দেন। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তবে এক ঘণ্টার মধ্যে মালিকপক্ষ না এলে আবারও সড়ক অবরোধ করবে বলেও জানান শ্রমিকরা।