রেলওয়ে পূর্বাঞ্চলের তিন কার্যালয়ে দুদকের অভিযান, ভুয়া ভ্রমণ বিলের নথি জব্দ

চ্যানেল7বিডি ডেক্স: রেলওয়ে পূর্বাঞ্চলের তিনটি কার্যালয়ে অভিযান চালিয়ে ভুয়া ভ্রমণ বিল উত্তোলনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২ মার্চ) চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ের বিভাগীয় কার্যালয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, সম্প্রতি রেলওয়ে পূর্বাঞ্চলে বিল-ভাউচার ছাড়া প্রায় সাড়ে ১০ লাখ টাকা ভ্রমণ ব্যয় উত্তোলনের অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

দুদকের একটি দল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়, প্রধান হিসাব কর্মকর্তার কার্যালয় এবং বিভাগীয় সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন নথিপত্র পরীক্ষা করে। অভিযানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট কিছু নথি জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলম। তিনি জানান, রেলের কর্মকর্তাদের বিল-ভাউচার ছাড়া ভ্রমণ ব্যয় উত্তোলনের অভিযোগ পেয়েছিলাম। তদন্তে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। জব্দকৃত নথিপত্র যাচাই-বাছাই করে দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে।

তথ্যসূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *