চ্যানেল7বিডি ডেক্স: পবিত্র রমজান মাস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
এ কর্মসূচির আওতায় গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, ড্রেসিং করা ব্রয়লার মুরগির কেজি ২৫০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর দুধ প্রতি লিটার ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। পুরো রমজান মাস জুড়ে সপ্তাহে পাঁচ দিন এই বিক্রয় কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, রমজান মাসে মাংস, দুধ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ে। এ কারণে স্বল্প আয়ের মানুষের জন্য নির্ধারিত মূল্যে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। তিনি আরও জানান, নিম্ন আয়ের মানুষের বসবাস বেশি এমন এলাকাগুলোকে এই কর্মসূচির জন্য বাছাই করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন এবং জেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
তথ্যসূত্র: বাসস