ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

চ্যানেল7বিডি ডেক্স: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাইফুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের একটি তদন্ত চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, যৌথ বাহিনীর সহায়তায় তার ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে প্রায় দুই কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

দুদকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত চালানো অভিযানে নগদ এই বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। তদন্তের স্বার্থে এ বিষয়ে আরও অনুসন্ধান চলছে।

তথ্যসূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *