মিরপুরে হতে যাচ্ছে মুক্ত দিবস কনসার্ট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকার ঐতিহ্যবাহি মিরপুর মুক্ত দিবস উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি শুক্রবার মনোমুগ্ধকর কনসার্টে গান পরিবেশন করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড 505।

মিরপুর-১৩ নাম্বার শের-ই- বাংলা সরকারি প্রাথমিক স্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হবে। ব্যান্ডদল 505 সহ এই কনসার্টে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড “সাবকনসাস” সেরাকন্ঠের গায়ক ইমরান(I kings), সহ আরো অনেকে। এর মধ্যে আরো রয়েছে সব শহীদকে সম্মাননা পূর্বক স্মরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।অনুষ্ঠানে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী মুক্তিযোদ্ধা, শহীদ এবং বীরঙ্গনাদের এবং ২০২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র- জনতা আন্দোলনের শহীদ, আহত এবং তাদের পরিবারদের স্মরণ করা হবে।

505 ব্যান্ডের লিড ভোকালিস্ট Pol জানান, মিরপুরের এই ঐতিহ্যবাহী মিরপুর মুক্ত দিবস কনসার্টে আমরা ব্যান্ড 505 গান শোনানোর আমন্ত্রণ পেয়ে আনন্দিত। তিনি আরও ধন্যবাদ জানান আয়োজক কমিটির সকল সদস্যদের কে এবং হাফিজুল ইসলাম বাবু ভাইকে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।