নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

চ্যানেল7বিডি ডেক্স: নেত্রকোনা সদর উপজেলার সিংড়াজান গ্রামে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বাঁধন মিয়া (১৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে ফিসারিতে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিস্তারিত
নিহত বাঁধন মিয়া স্থানীয় কামরুল হাসান খোকনের ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সিংড়াজান গ্রামের অমল দাসের পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন বাঁধন মিয়া। তবে সেখানে পুকুর পাড়ে বৈদ্যুতিক সংযোগ দেওয়া জিআই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে পানিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফিসারির লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের বক্তব্য ও তদন্ত
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ বলেন,

মরদেহের হাতে বৈদ্যুতিক তার পেঁচানো ছিল। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, মাছ ধরতে গিয়েই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।

পুলিশ আরও জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত চলছে। ইতোমধ্যে ফিসারির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সতর্কবার্তা
বৈধ অনুমতি ছাড়া ফিসারিতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করা বিপজ্জনক এবং প্রাণহানির কারণ হতে পারে। এমন দুর্ঘটনা রোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *