চ্যানেল7বিডি ডেক্স: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জস বাটলার।
আজ এক সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান বলেন, আমি ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার এবং দলের জন্য সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্ত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতা, অতীত ব্যর্থতার ছায়া
বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়। আর চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
প্রথম দুই ম্যাচেই হেরে যায় ইংলিশরা, যার মধ্যে লাহোরে আফগানিস্তানের কাছে পরাজয় ছিল সবচেয়ে বড় ধাক্কা। ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে জো রুটের ১২০ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও ৩১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড, আর সেখানেই শেষ হয়ে যায় তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা।
বাটলারের অধিনায়কত্বের উত্থান ও পতন
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা এনে দেওয়া ইয়োইন মরগানের উত্তরসূরি হিসেবে ২০২২ সালে দলের নেতৃত্ব নেন বাটলার। তার অধীনে ইংল্যান্ড ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করে, কিন্তু এরপরই ফর্ম হারাতে থাকে দলটি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জয় পায় ইংল্যান্ড।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় তারা।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কাছে হার দলটির ব্যর্থতার মুকুটে আরেকটি কালো দাগ এঁকে দেয়।
বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলটির আত্মবিশ্বাস আরও নড়বড়ে করে দিয়েছিল।
ইংল্যান্ডের পরবর্তী চ্যালেঞ্জ
ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে এখন নতুন নেতৃত্ব আসবে, কিন্তু কে সেই দায়িত্ব নেবেন, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, কাল করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।
শেষ কথা
বাটলারের বিদায় হয়তো অনেক ইংল্যান্ড সমর্থকের জন্য দুঃখজনক, তবে নতুন নেতৃত্বের হাতে দল কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন দেখার বিষয়!
তথ্যসূত্র: বাসস