ভালুকায় বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ 

মীর ফাহাদ  ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকার হাজিরবাজার এলাকায় বকেয়া বেতনের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে শাবাব ফেব্রিকস লিমিটেড পোষাক কারখানার শ্রমিকরা। ২৭ফেব্রুয়ারি বিকেল পৌনে পাঁচটা থেকে উপজেলার হাজিরবাজার এলাকায় তারা প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার শত শত যানবাহনসহ বিভিন্ন গাড়ির যাত্রীরা।এসময় আইন শৃংখলা বাহিনী বল প্রয়োগ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এতে শ্রমিকরা আরো বিক্ষুদ্ধ হয়ে উঠে। পরে সন্ধায় সোয়া ৬টায় কারখানার কর্তৃপক্ষ,সেনাবাহিনী, পুলিশ শ্রমিকদের সাথে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সড়ে যায়। শ্রমিকরা জানান, চলতি মাস নিয়ে তাদের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। কর্তৃপক্ষ বেতন দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করছে। আজ বেতন দেয়ার কথা ছিল। বেতন না দেয়ায় তারা বাসা ভাড়া দিতে পারছে না এবং,দোকান বাকী পড়েছে। তাই তারা সড়কে নেমে এসেছে।  ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, শাবাব কারখানার শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও শিল্পপুলিশের আলোচনা হয় এবং বৃহস্পতিবার সকালে বকেয়া বেতন দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ বেতন দিতে পারবেন না বলে শ্রমিকদের জানান। পরে কারখানার শ্রমিকেরা মহাসড়কে নেমে আসেন এবং অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বকেয়া পরিশোধের আশ্বাসে শ্রমিকরা অবারোধ তুলে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *