চ্যানেল7বিডি ডেক্স: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৫ দিন মিড ডে মিল চালুর ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং স্কুল থেকে ঝরে পড়া রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মিড ডে মিল চালুর পরিকল্পনা
গণশিক্ষা উপদেষ্টা জানান, আসন্ন একনেকে মিড ডে মিল প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রথম পর্যায়ে ১৫০টি উপজেলা ও ৬২টি জেলা এই কর্মসূচির আওতায় আসবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের ভিত্তিতে এসব এলাকা চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, শুধু বিস্কুট নয়, শিক্ষার্থীদের সুষম পুষ্টির কথা মাথায় রেখে ডিম, দুধ, পাউরুটি ও ফলসহ বিভিন্ন পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে।
শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা মতবিনিময় সভা
ঢাকার বিআইসিসির মিডিয়াবাজার মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। সভায় উপস্থিত ছিলেন:
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রবিউল ইসলাম
সিপিডি’র ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী
বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে বিশেষজ্ঞদের মতামত
সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান তার গবেষণাপত্রে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা ও নাগরিক সমাজের প্রত্যাশা তুলে ধরেন।
সভার সভাপতি অধ্যাপক রেহমান সোবহান বলেন, শুধু বাজেট বাড়ালে হবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বিশেষ করে সিঙ্গাপুর ও চীনের উন্নত শিক্ষা ব্যবস্থা থেকে বাংলাদেশকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও চাকরির বাজার
বক্তারা বলেন, বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন না হলে, শিক্ষার্থীরা চাকরির বাজারে পিছিয়ে পড়বে।
পরিবর্তনের প্রয়োজনীয়তা ও শিক্ষার সমান সুযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী বলেন, শিক্ষা যেন সমাজে গতিশীলতা তৈরি করতে পারে, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সকল শ্রেণির মানুষকে সমানভাবে শিক্ষার সুযোগ দিতে হবে, কাউকে পেছনে ফেলে রাখা যাবে না।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি ও শিক্ষা গ্রহণে আরও আগ্রহী করা হবে, যা সামগ্রিকভাবে দেশের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: বাসস