“ছয় মাসেও ইউনূস সরকারের খাতায় শূন্যতা, তাহলে রেখে লাভ কী?”—প্রশ্ন বিএনপি নেতা দুদুর

চ্যানেল7বিডি ডেক্স: ক্ষমতায় আসার ছয় মাস পরও অন্তর্বর্তী সরকারের কোনো দৃশ্যমান অর্জন নেই—এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রশ্ন তুলেছেন, তাহলে এই সরকারকে রেখে লাভ কী?

দ্রব্যমূল্য, বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সমাবেশের মূল দাবিগুলো ছিল—নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা।

দুদু বলেন,
স্বৈরাচার সরকার পতনের পর ছয় মাস পার হয়ে গেল, কিন্তু এই সরকার এখনো চালের দাম কমাতে পারেনি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারেনি। লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান হয়নি, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। তাহলে এই ছয় মাসে ইউনূস সরকারের খাতায় কী আছে? লবডঙ্কা ছাড়া আর কিছুই নেই!

ছাত্র সমন্বয়কদের টার্গেট করে বক্তব্য
ছাত্র রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা।

আপনারা ছাত্ররাই যে একমাত্র গণঅভ্যুত্থান করেছেন, তা কিন্তু না! ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনেও আমরা ছিলাম। কিন্তু পার্থক্য হলো, আমরা এমপি-মন্ত্রী হয়েও এখনো বিলাসবহুল গাড়িতে চড়তে পারিনি, আর আপনারা ছাত্র অবস্থায়ই রুপায়ন টাওয়ারে ফ্ল্যাট কিনছেন। চাকরি না করে, ব্যবসা না করেও এত টাকার উৎস কী?

ড. মুহাম্মদ ইউনূসকে একহাত নিলেন দুদু
ড. ইউনূস শিক্ষার্থীদের রাজনীতিতে সক্রিয় থাকার পক্ষে মত দিয়েছেন—এ নিয়ে প্রশ্ন তুলে দুদু বলেন,
ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। এর মানে তিনি নিরপেক্ষ নন, বরং শিক্ষার্থীদের হয়ে রাজনৈতিক কারসাজি করছেন।

তিনি আরও বলেন,
বিএনপি এখনও তার পদত্যাগ দাবি করেনি। কিন্তু একজন নোবেল বিজয়ীর উচিত নয় রাজনৈতিক পক্ষপাত দেখানো বা দুই নম্বরি করা। এতে তার ও তার সরকারের সুনাম নষ্ট হবে।

বিএনপির জনপ্রিয়তা বিশ্বব্যাপী, অন্য দলের জন্য দরজা খোলা
জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশে দুদু বলেন,
শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই বিএনপির জনপ্রিয়তা রয়েছে। বিএনপিই আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে, এটা বুঝতে পেরেই অনেকে সহ্য করতে পারছে না। তবে বিএনপি সব দলের জন্য সবসময় খোলা আছে।

তথ্যসূত্র: ইউএনবি নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।