কুষ্টিয়া পাবলিক স্কুলে বার্ষিক শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি: কুষ্টিয়া শহরের অন্যতম স্বনামধন্য বেসরকারীর শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া পাবলিক স্কুলের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্র নারিকেল তলা মোড়ে অবস্থিত কুষ্টিয়া পাবলিক স্কুলের শিক্ষার্থী- অভিভাবক-শিক্ষকবৃন্দ শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে স্কুল থেকে বার্ষিক শিক্ষা সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

 এবারের শিক্ষা সফরের উদ্দেশ্য ছিল ভেড়ামারা উপজেলার স্বনামধন্য সাথী ফুড পার্ক ও গড়াই নদীর ধারে অবস্থিত প্রাকৃতিক নৈশর্গে ঘেরা মনিপার্ক।

শিক্ষা সফরের প্রথমপর্বে শিক্ষার্থীরা সারাদিন মনিপার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে বিকালে যাত্রা করে সাথী ফুডপার্কের উদ্দেশ্যে, ভেড়ামারা শহরের পাশে অবস্থিত অত্যাধনিক সাথী ফুড পার্কে পৌছে আনন্দে আত্নহারা হয়ে যায়।

সেখানকার আধুনিক সব রাইডে ভ্রমন শেষে, পার্কের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথী ফুড পার্কের স্বত্তাধীকারি আব্দুল আলীম। সভপতিত্ব করেন কুষ্টিয়া পাবলিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শাহানাজ আমান। শিক্ষাসফরটির সার্বিক দিক পরিচালনা করেন, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানা। এবার বার্ষিক শিক্ষা সফরে এবার  শিক্ষার্থী -অভিাবকদের অংশগ্রহন ছিল আনন্দপূর্ণ সৌহার্দের মিলনমেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *