মীর ফাহাদ ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর উত্তর বাজারে আবাসিক এলাকায় আগ্নিকান্ড ঘটে। ঘটনাটি ঘটেছে শুক্রবার(২১ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায়। পর্যাপ্ত পানি না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আগ্নিকান্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানাযায়,ঘটনা সময় সিডস্টোর উত্তর বাজারের বাসিন্দা মহর আলী ও আক্কাছ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।প্রথমে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু প্রসস্থ রাস্তা না থাকায় ও ঘন বসতির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ও লোকজন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। পরে ভালুকা ও শ্রীপূরের তিনটি ইউনিয়ট দূর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ী আনসারুল হক জানান, মহর আলী ও আক্কাস আলীর ভাড়া দেয়া ৭/৮বসত ঘর আগুনে পুড়ে গেছে। ওইসব বাসায় তিতাস গ্যাসের সংযোগ ছিল। ধরণা করা হচ্ছে তিতাস গ্যাসের লিগেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতিকুর রহমান জানান,ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন পুরোপরি নিয়ন্ত্রণে চলে এসেছে। আগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।