ডিবি হারুন ও তার ভাইয়ের ১৩০ বিঘা সম্পত্তি জব্দ, ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চ্যানেল7বিডি ডেক্স: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ ও তার ভাই এ বি এম শাহরিয়ার-এর নামে থাকা ১৩০ বিঘা জমি জব্দ এবং ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশ
আজ (বুধবার) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। আদালত হারুনের ১০টি ও শাহরিয়ারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন।
হারুন ও শাহরিয়ারের সম্পত্তির বিবরণ

হারুন অর রশীদের নামে:
১০০ বিঘা জমি
উত্তরা (সেক্টর-১০): ৭তলা ভবনের ২য় তলায় একটি ফ্ল্যাট
জোয়ার সাহারা: ৬তলা ভবনের ৬তলায় একটি ফ্ল্যাট
আশিয়ান সিটি: ৫ কাঠার একটি প্লট
উত্তরা (৭.৪৫ কাঠা জমি): ৩ কোটি টাকার একটি ভবন
গুলশান (১০.৩৬ শতক জমি): ৩ কোটি ৯৭ লাখ টাকার একটি ভবন
খিলক্ষেত: একটি একতলা দালান ও দুটি সেমিপাকা টিনশেড বাড়ি

শাহরিয়ারের নামে:
৩০ বিঘা জমি
তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ

ডিবি হারুনের বিরুদ্ধে অভিযোগ
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, হারুন অর রশীদ ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং সেগুলো স্থানান্তরের চেষ্টা করছেন। আদালতের রায়ে এগুলো বাজেয়াপ্ত না হলে মামলার বিচার বাধাগ্রস্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

শাহরিয়ারের বিরুদ্ধে অভিযোগ
শাহরিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে। দুদক বলছে, ডিবি প্রধানের দায়িত্বে থাকা অবস্থায় হারুন ক্ষমতার অপব্যবহার করে ভাইকে অপরাধে সহায়তা করেছেন।

দুদকের মামলা ও তদন্ত
এর আগে, গত ১৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) হারুন ও শাহরিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে তাদের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

তথ্যসূত্র: বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।