দক্ষিণখানে সংবর্ধনায় বিএনপি’র হেলাল তালুকদার

নিজস্ব প্রতিনিধি: ঢাকা মহানগর উত্তরের দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হেলাল তালুকদার নির্বাচিত হওয়ায় দক্ষিণখান থানার ফায়দাবাদ কাঁঠালতলা যুব সমাজ ও এলাকাবাসী এক সুন্দর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেলাল তালুকদার, ভারপ্রাপ্ত আহবায়ক দক্ষিণখান থানা বিএনপি।

হেলাল তালুকদার তার বক্তৃতায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করেন এবং দক্ষিণখানের প্রতিটি এলাকায় বিএনপির তৃণমূল পর্যায়ে শক্তিশালী অবস্থান গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়া, তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নির্বাচনের প্রস্তুতি হিসেবে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আমিরুল ইসলাম বাবলু, দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস.এ. খোকন, দক্ষিণখান থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান মতি, উত্তরা পূর্ব থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল হক, বিএনপি নেতা হারুন উর রশিদ ভুট্টা, ৪৭ নং ওয়াড বিএনপি সভাপতি মোঃ আলামিন সরকার, ৪৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম হেলাল, সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন বৃহত্তর উত্তরা থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতিমোঃ হোসেন মাহমুদ । অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ সেলিম রেজা, সাইফুল ইসলাম কাজল (সাবেক ছাত্রদল নেতা) এবং মোঃ আবুল কালাম আজাদ (৪৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক)।
এছাড়াও, স্থানীয় নেতা-কর্মী ও বিএনপি অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন, যারা একযোগে দলীয় উদ্দেশ্যকে সফল করার জন্য একত্রিত হন।

এই সংবর্ধনা অনুষ্ঠানে দক্ষিণখান থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল এবং জাসাসসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উদ্দীপ্ত হয়ে উঠেন এবং দলের তৃণমূল ভিত্তিক কার্যক্রমে আরও গতিশীলতা আসে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।