চ্যানেল7বিডি ডেক্স: বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যুৎ এবং বাণিজ্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল আজ মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও বাণিজ্য ক্ষেত্রে আরও গভীর সহযোগিতার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, ভুটানই প্রথম দেশ যারা ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, ফলে ভুটান বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে।
রাষ্ট্রদূত কুয়েনসিল বাংলাদেশের প্রতি ভুটানের আস্থার কথা জানিয়ে বলেন, বাংলাদেশ এই অঞ্চলে ভুটানের নির্ভরযোগ্য অংশীদার এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
সাক্ষাতে সার্ক ও বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব নিয়েও আলোচনা হয়, যা দুই দেশের জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: বাসস