আওয়ামী লীগ দেশে ‘আইয়ামে জাহেলিয়া’ প্রতিষ্ঠা করেছিল: প্রধান উপদেষ্টা

চ্যানেল7বিডি ডেক্স: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে ‘আইয়ামে জাহেলিয়া’ (অন্ধকার যুগ) প্রতিষ্ঠা করেছিল।

আজ বুধবার রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় তিনটি গোপন বন্দিশালা ও টর্চার সেল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

গোপন বন্দিশালায় ভয়াবহ নির্যাতনের চিত্র
অধ্যাপক ইউনূস বলেন, এই বন্দিশালাগুলো দেখে মনে হলো, আমরা কোন যুগে বাস করছি? এটি কি আমাদেরই সমাজ? তিনি জানান, নির্যাতিতরা ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

তিনি আরও বলেন, নিরপরাধ মানুষদের সন্ত্রাসী বা জঙ্গি আখ্যা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর বন্দি রাখা হয়েছে। এমনকি, মুরগির খাঁচার চেয়েও ছোট ঘরে আটকে রাখা হয়েছে অনেককে।

দেশব্যাপী শতাধিক গোপন বন্দিশালার অস্তিত্ব
অধ্যাপক ইউনূস জানান, গুম সংক্রান্ত তদন্ত কমিশন ইতোমধ্যে বহু বন্দিশালার সন্ধান পেয়েছে। তিনি বলেন, প্রথমে মনে করা হয়েছিল, কয়েকটি বন্দিশালা রয়েছে, কিন্তু এখন শোনা যাচ্ছে সংখ্যাটি ৭০০ থেকে ৮০০-এর বেশি হতে পারে।

মানবাধিকারের চরম লঙ্ঘন
প্রধান উপদেষ্টা বলেন, এই বন্দিশালাগুলো প্রমাণ করে, মানুষকে তাদের মৌলিক মানবিক অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছিল। তিনি এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার

গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমত, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি, এমন ঘটনা যেন আর না ঘটে, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, সমাজকে এই অন্ধকার থেকে বের করে আনতে না পারলে, নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না।

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে ইতোমধ্যে মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়েছে।

তথ্যসূত্র: বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।