রমজানজুড়ে টিসিবির ট্রাক সেল চলবে, উপকৃত হবে ১২ লাখ পরিবার

চ্যানেল7বিডি ডেক্স: রমজান মাসজুড়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় বিভাগীয় সদর ও ৫টি দরিদ্র অঞ্চলসহ মোট ১৩টি এলাকায় ১২ লাখ পরিবারের মাঝে ট্রাক সেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম চালু করেছি।

খুলনায় কার্যক্রম উদ্বোধন
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনার শিববাড়ী মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সুবিধাভোগী বাড়ছে, স্মার্ট কার্ড কার্যক্রম জোরদার
বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবি বর্তমানে ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহ করছে। খুলনা অঞ্চলে স্মার্ট কার্ড রূপান্তরের হার সবচেয়ে বেশি। ফেব্রুয়ারির ২৪ তারিখের মধ্যে সব কার্ড চালু হবে, ফলে আরও বেশি মানুষ এ সুবিধা পাবে।

এছাড়া, অতিরিক্ত ১২ লাখ পরিবার যেন ট্রাক সেল কার্যক্রমের আওতায় আসে, রমজান মাসের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

পণ্যমূল্য সহনশীল করতে অতিরিক্ত ৯ হাজার টন পণ্য বিক্রি
বাজার নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ৯ হাজার টন পণ্য বিতরণ করা হবে, যা নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সাহায্য করবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, এই উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য স্বস্তি আনবে এবং বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন:

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ
পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন
অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) নূরুল হাই মোহাম্মদ আনাস

টিসিবির ট্রাকে মিলবে কোন পণ্য, কত দামে?
টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ কিনতে পারবেন:
✔ ২ লিটার সয়াবিন তেল (১০০ টাকা/লিটার)
✔ ২ কেজি মসুর ডাল (৬০ টাকা/কেজি)
✔ ২ কেজি ছোলা (৬০ টাকা/কেজি)
✔ ১ কেজি চিনি (৭০ টাকা/কেজি)
✔ ৫০০ গ্রাম খেজুর (১৫৬ টাকা/৫০০ গ্রাম)

তথ্যসূত্র: ইউএনবি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *