মোঃ তাজুল ইসলাম বাদল: মনোহরদী নরসিংদী প্রতিনিধি!! নরসিংদীর মনোহরদী থানায় গতকাল রবিবার সকাল ১১টায় মনোহরদী উপজেলা হতে নব্য নিয়োগ প্রাপ্ত ২০ জন নতুন পুলিশ কনস্টেবলদের হাতে যোগদানের নোটিশ কপি বুঝিয়ে দেন মনোহরদী থানা কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন মনোহরদী থানার এস আই মেহেদী হাসান, ডিউটি অফিসার এস আই ইমামুল হক সহ অন্যান্য পুলিশ সদস্যগণ এবং নব্য যোগদান কৃত ট্রেইনি রিক্রুট কনস্টবল (পুরুষ/নারী) ব্যক্তিদের পিতা মাতা ও তাদের আত্মীয় স্বজন। এসময় থানা প্রাঙ্গনে এক উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে, সকলের মাঝেই বিতরণ করা হয়েছে মিষ্টি। এসময় তাদের এক অভিভাবক বলেন, থানা থেকে ছেলের পুলিশে যোগদানের কাগজ পত্র হাতে পেয়ে আনন্দ লাগছে। এই থানার পুলিশের আচরণও খুবই ভালো পেয়েছি। এস আই ইনামুল হক বলেন এ পদে প্রাথমিক ভাবে বাছাইকৃত দেরকে আগামী ১৫/০২/২০২৫ খ্রিঃ তারিখ পুরুষ/নারী কনস্টেবল প্রার্থীদের পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল/রংপুরে রিপোর্ট প্রদান এবং চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণের জন্য নির্দেশনা রয়েছে। তাই বাছাইকৃত এসকল প্রার্থীদের পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল/রংপুরে যথাসময়ে হাজির হতে হবে। নব্য যোগদান কৃত পুলিশ কনস্টেবলদের তাদের প্রয়োজনীয় মালামাল, পকেট মানি, বিছানাপত্র, আনুষাঙ্গিক জিনিসপত্র, জাতীয় পরিচয়পত্র ০১ (এক) কপি এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত ০২ (দুই) কপি ছবিসহ তাদেরকে আগামী ১৪/০২/২০২৫ দুই ঘটিকার মধ্যে রিজার্ভ অফিস, নরসিংদীতে হাজির থাকার জন্য নোটিশ পত্র প্রদান করা হয়। এসময় মনোহরদী থানার পক্ষ থেকে নতুন নিয়োগ কৃত কনস্টেবল (পুলিশ) সদস্য এবং তাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনদেরকে মিষ্টিমুখ করানো হয়।