কালকিনিতে ছাত্রদল নেতা নাহিনের গণসংযোগ

ম.ম.হারুন অর রশিদ, মাদারীপুর প্রতিনিধি: ফ্যাসিস্ট সরকারের আমলে নির্জাতিত, ত্যাগি ও ছাত্র জনতার আনন্দলনে যাদের ভ‚মিকা ছিলো তাদের সাথে সাক্ষাত ও গণসংযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান নাহিন। আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠন ও ছাত্র জনতাদের সাথে বিগত দিনের অন্যায় অবিচার ও আন্দোলন সংগ্রাম নিয়ে আলোচনা করেন। এর আগে সকালে কালকিনি উপজেলার ছাত্র জনতা মস্তফাপুর থেকে কালকিনি উপজেলা পর্যন্ত মটরসাইল ও গাড়ি বহরে করে এগিয়ে আনেন তাকে। এর পর সকাল ১১টার সময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাত করেন কামরুজ্জামান নাহিন। দুপুরে উপজেলার মিয়ার হাট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন, রাকিব হাওলাদার সভাপতি সাহেব রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, রুহুল আমিন হাওলাদার সভাপতি প্রার্থী সাহেব রামপুর ইউনিয়ন যুবদল, আরিফ হাওলাদার সাবেক সহ-সভাপতি কালকিনি উপজেলা ছাত্রদল, নুরুজ্জামান আরাফাত এ্যাডভোকেট ঢাকা জজকোর্ট, বেলাল মীর সাবেক আহবায়ক সাহেব রামপুর ইউনিয়ন ছাত্রদল, লিটন শিকদার সাধারণ সম্পাদক প্রার্থী, সাহেব রামপুর ইউনিয়ন যুবদল, আকন মো: মনির সাধারণ সম্পাদক ঢাকা কলেজ মাদারীপুরস্থ ছাত্র কল্যান সম্পাদক। কামরুজ্জামান নাহিন বলেন, সব সময় আমি আপনাদের পাশে ছিলাম আগামিতেও আপনাদের পাশে থাকবো ইনশাআইল্লাহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।