চ্যানেল7বিডি ডেক্স: সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামে থাকা ১৫.১৫ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার, তার ছেলের এবং শ্বাশুড়ির নামে থাকা মোট ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতের আদেশে যা রয়েছে
জব্দকৃত সম্পত্তি:
জুনাইদ আহমেদ পলকের ১৫.১৫ একর জমি
অবরুদ্ধ ব্যাংক হিসাব:
পলকের নামে: ১২টি
ছেলের নামে: ২টি
শ্বাশুড়ির নামে: ৪টি
দুদকের আবেদন ও তদন্তের কারণ
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, নাটোর-৩ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
📌 সম্পদ অন্যত্র স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের সম্ভাবনা থাকায় আদালত এসব সম্পদ জব্দের আদেশ দেন।
📌 সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সম্পদ অবরুদ্ধ করা জরুরি বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন।
তথ্যসূত্র: বাসস