সাভারে মরা মুরগি বিক্রির দায়ে একজন আটক, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: ঢাকার সাভারে মরা মুরগি বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের ম্যানেজার বাবুকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১.৩০টার দিকে সাভারের পৌর গেন্ডা এলাকার আমির এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার। এসময় ওই প্রতিষ্ঠান থেকে ৭০ পিস মরা মুরগি জব্দ করা হয়। কারাদণ্ড হওয়া ম্যানেজারের নাম ইয়ামিন হোসেন বাবু (৩২), তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজা প্রধানের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার বলেন, স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০টি মরা মুরগি জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। পরে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।