সিরাজগঞ্জ উল্লাপাড়ায় দুই জন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি কে আটক করেছে র‍্যাব ৪ এর সদস্যরা। সেলিনা মির্জা মুক্তি পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক প্রয়াত সাংসদ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে ২০২৪ সালে উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়।

জানা যায় শনিবার রাতে সেলিনা মির্জা মুক্তি কে ঢাকা মিরপুর তার বাসায় থেকে র‍্যাব ৪ এর একটি দল আটক করে নিয়ে যায়। পরে ঢাকার পল্লবী থানায় হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে পল্লী থানার ডিউটি অফিসার এসআই মোঃ ইব্রাহীম খলীল জানান সেলিনা মির্জা মুক্তি কে আটক করে র‍্যাব থানায় হস্তান্তর করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে: উল্লাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বজলুর রহমান বাপ্পীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গতকাল ( ৮ ফেব্রুয়ারী) শনিবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বজলুর রহমান বাপ্পী উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের মৃত শামসুল আলমের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে বড়পাঙ্গাসী এলাকায় অভিযান চালিয়ে তাকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে আজ রোববার (৯ ফেব্রুয়ারী) তাকে আদালতে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।