নিজস্ব প্রতিনিধি: আজ ৭ই ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর পরিবারের সাথে ড. আ ফ ম খালিদ হোসেন, উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার নিজ বাসভবন, সরকারি বাসভবন কলতান, হেরা রোড, ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় সমিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ সোহেল সাদাত। উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য হেলাল উদ্দিন আহমেদ।
সহ-সাধারণ সম্পাদক-১ মোঃ শাহাজাহান, সহ-সাধারণ সম্পাদক-২ আহমেদ হোসেন। অর্থ সম্পাদক মোঃ শাহনেওয়াজ তানভীর। সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী মোজাম্মেল হক। প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু তাহের। ক্রীড়া সম্পাদক মোঃ শাহনেওয়াজ। দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী চৌধুরী। শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোঃ নাজিম হোসেন সহ আরও অনেকে।