ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় লিপি রানী (২৪) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাজীরবাজার-নয়নপুর সড়কের স্লুইসগেটের নিচে স্থানীয় লাউতি খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত লিপি রানী উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের মরহুম আনন্দ খলিফার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারি বিকেল থেকে পরিবারের লোকজন লিপি রানীকে কোথাও খোঁজে পাচ্ছিল না। পরে ঘটনার দিন সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামে হাজীর বাজার-নয়নপুর সড়কের স্লুইসগেটের নিচে লাউতি খালে ওই প্রতিবন্ধী নারীর লাশ দেখতে পায় তার ভাই হৃদয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) হুমায়ুন কবীর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।