চ্যানেল7বিডি ডেক্স: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেছেন, সংস্কার বাস্তবায়নের জন্য সবার আগে দরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্রীয় সংস্কারের কাজ এগিয়ে নিতে পারবেন।
তারেক রহমানের বক্তব্য: নির্বাচনের প্রয়োজনীয়তা
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শ্যামপুরের কদমতলী বালুর মাঠে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। প্রায় আড়াই বছর আগে থেকেই দলীয়ভাবে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। আজ যারা সংস্কারের কথা বলছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই—বিএনপি-ই প্রথম জনগণের সামনে সংস্কারের রূপরেখা তুলে ধরেছে।
ভিশন ২০৩০ ও ৩১ দফা সংস্কার পরিকল্পনা
তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালে ভিশন-২০৩০ উপস্থাপনের মাধ্যমে সংস্কারের ভিত্তি তৈরি করেন। পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপি প্রায় আড়াই বছর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেয়।
তিনি আরও বলেন, সংস্কারের কথা বলে যদি নির্বাচন বিলম্বিত করা হয়, তবে দেশ আরও গভীর সংকটে পড়বে। স্বৈরাচারী শক্তি আবারও জনগণের ওপর চেপে বসার সুযোগ পাবে।
সংস্কারের আলোচনা দীর্ঘায়িত না করার আহ্বান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিছু ব্যক্তি প্রশ্ন তোলেন—‘নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হবে?’ আমি বলি, হয়তো সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হবে না, তবে নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে নির্বাচিত সরকার সমস্যাগুলোর সমাধান শুরু করতে পারবে।
তিনি আরও বলেন, দেশ পুনর্গঠনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা সফল হতে পারব।
বিএনপি নেতা-কর্মীদের প্রতিজ্ঞা গ্রহণের আহ্বান
তারেক রহমান দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আসুন, আমরা প্রতিজ্ঞা করি—যদি জনগণ আমাদের দায়িত্ব দেয়, তাহলে আমরা রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।
প্রশিক্ষণ কর্মশালায় ব্যাপক অংশগ্রহণ
শ্যামপুরের কদমতলীর বালুর মাঠে অনুষ্ঠিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় মহানগর দক্ষিণের ২৪টি থানার বিএনপিসহ ১১টি অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান রাজধানীর যানজট, পরিবেশ দূষণ, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে নেতা-কর্মীদের প্রশ্নের উত্তর দেন।
বক্তব্য রাখেন বিএনপি নেতারা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন—
✅ বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদ
✅ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন
তথ্যসূত্র: বাসস