উত্তরায় বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ৩১ জানুয়ারি শুক্রবার বাদ আসর রাজধানীর উত্তরা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ স্টেডিয়ামে নেত্রকোনা সোসাইটির উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন খানের স্মরণে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা সৈয়দ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বড় ভাই গোলাম রব্বানী, দৈনিক আজকের আলোকিত সকালের সম্পাদক ও প্রকাশক মো. মোখলেছুর রহমান মাসুম, দৈনিক উত্তরা নিউজের সম্পাদক মো. তারেকুজ্জামান খান, সাবেক ১০নং সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলী, চায়না মার্কেটের মালিক দুলাল আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি সৈয়দ আলমগীর তাঁর বক্তব্যে বলেন, মো. হেলাল উদ্দিন খান ছিলেন এক অমূল্য রত্ন, যিনি তাঁর জীবনের মূল্যবান সময় দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করেছেন। তাঁর অবদান দেশবাসী চিরকাল স্মরণ রাখবে।

অনুষ্ঠানে বক্তারা মো. হেলাল উদ্দিন খানের সাহসিকতা, দেশপ্রেম এবং প্রশাসনিক দক্ষতা নিয়ে আলোচনা করেন। পরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এ স্মরণসভায় নেত্রকোনা সোসাইটির সদস্যগণসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *