কালকিনি থানা পুলিশ টিম জেলা যুব কাবাডি চ্যাম্পিয়ন

ম.ম. হারুন অর রশিদ, মাদারীপুর প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ ¯েøাগানকে ধারন করে তারুণ্যের উৎসব ২০২৫ যুব কাবাডি অর্নুধ্ব ১৮ অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর ব্যাবস্থাপনায় মাদারীপুর পুলিশ লাইন্স মাঠে শনিবার (১ ফেব্রæয়ারী) সকাল থেকে সন্ধা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান বিপিএম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জাহাঙ্গীর আলম, শেখ সাব্বির হোসেনসহ অন্যান্যরা। প্রতিযোগিতায় মাদারীপুর সদর, কালকিনি, ডাসার, রাজৈর ও শিবচর থানা পাঁচটি দল অংশ গ্রহন করে। এতে কালকিনি থানা মাদারীপুর সদর থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কালকিনি থানা অফিসার ইনর্চাজ একেএম সোহেল রানা বলেন, আমরা কালকিনি থানা সব সময় সকল রকম খেলাধুলায় অংশ গ্রহন করি।

আগামিতেও আমারা খেলাধুলায় ভাল করবো এর জন্য সব সময় খেলা চারিয়ে যাবো। মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান বলেন, মানুষ খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে এবং আমাদের মাঝে আনন্দ আশে। তিনি অরো বলেন, এ খেলোয়ার থেকে হয়ত আগামি দিনে আমাদেও জাতীয় দলে খেলার মত প্লেয়ার তৈরী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *