চ্যানেল7বিডি ডেক্স: মালয়েশিয়ায় ভিসা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে যাত্রা করতে না পারা ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে মার্চ ও এপ্রিলের মধ্যে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিন।
মালয়েশিয়ার ওপর নির্ভর করছে সময়সীমা
সচিব রুহুল আমিন বলেন, “মালয়েশিয়া সরকার যদি বলে ১৫ দিনের মধ্যে শ্রমিক নেবে, তাহলে আমরা সেই সময়ের মধ্যেই পাঠানোর প্রস্তুতি নিতে পারি। তবে পুরো প্রক্রিয়া মালয়েশিয়ার ওপর নির্ভর করছে।”
বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফেব্রুয়ারির মধ্যে প্রক্রিয়া সম্পন্নের আশা
দীর্ঘ প্রক্রিয়ার বিষয়ে রুহুল আমিন বলেন, “আলোচনার অগ্রগতি দেখে আমরা মনে করছি, ফেব্রুয়ারির মধ্যেই সবকিছু ঠিক করতে পারব। মার্চ এবং এপ্রিল মাসে কর্মী পাঠানো শুরু হবে।”
সরকার সম্প্রতি একটি কমিটি গঠন করেছে, যা দুটি বৈঠক শেষ করেছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে তিনি জানান।
চূড়ান্ত প্রক্রিয়ার প্রস্তুতি
সচিব বলেন, “ফেব্রুয়ারির শেষের দিকে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া সরকার আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়েছে এবং তাদের চাহিদাগুলোর সঙ্গেও আমরা একমত হয়েছি। প্রক্রিয়াটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরপর ধাপে ধাপে কার্যক্রম শুরু হবে।”
আটকে থাকা কর্মীদের সমস্যা সমাধানে উদ্যোগ
এদিকে, আটকে থাকা শ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গত বছর কারওয়ানবাজারে আটকে থাকা শ্রমিকদের বিক্ষোভে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় যাওয়ার কথা থাকলেও টিকিট জটিলতার কারণে এই কর্মীরা নির্ধারিত সময়ে যেতে পারেননি। তবে মালয়েশিয়া সরকার তাদের পুনরায় প্রবেশের সুযোগ দিতে সম্মত হয়েছে।
উপদেষ্টা ড. আসিফ নজরুলের মন্তব্য
২০২৪ সালের ৫ অক্টোবর প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছিলেন, “মালয়েশিয়া সরকার ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে ফেরত নেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।”