কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : বাংলাদেশের সমগ্র উপজেলা ন্যায় ছবিসহ ভোটার তালিকাহালনাগাদ-২০২৫ কার্যক্রমের কর্মপরিকল্পনার ধারাবাহিকতায় পিরোজপুর কাউখালী উপজেলায় ৫টি ইউনিয়নে ৬জন সুপার ভাইজার ও ২৭জন তথ্য সংগ্রহকারীর মাধ্যমে হালনাগাদ ভোটার তালিকা তৈরিতে বাড়ি বাড়ি গিয়ে সাঠিক তথ্যের ভিত্তিতে লিপিবদ্ধ কার্যক্রম চলমান। পিরোজপুরের কাউখালী উপজেলায়,জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মান্নান এর নির্দেশনায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ এর তত্ত্বাবধানে, উপজেলার ৫টি ইউনিয়নে ৬জন সুপারভাইজার ও ২৭ জন তথ্য সংগ্রহকারী যথাক্রমে :-১নংসয়না রঘুনাথপুর ইউনিয়নের সুপারভাইজার (ক) মোঃ নাসির উদ্দিন,প্রধান শিক্ষক শীর্ষা (সঃপ্রাঃবিঃ)মোবা:- ০১৭১৫২১২২৯৪,তথ্য সংগ্রহকারী:-১/মোঃসাইফুল ইসলাম,মোবা:- ০১৭১২৩৮১০৩৬,ভোটার এলাকা:- হোগলা ও জব্দকাঠী। ২/মোঃ শাহজালাল ফকির, মোবাঃ-০১৭১৬- ৭৬৫২৫৩, ভোটার এলাকা- উঃ রঘুনাথপুর,ধাবড়ী,পূঃশির্ষা, পঃশির্ষা ও বান্নাকান্দা। ৩/ মুঃ আবু হানিফ,মোবাঃ- ০১৭৯৮২৬৮৩৩৫,ভোটার এলাকা-পঃবেতকা, পূঃবেতকা ও গোয়ালতা। ৪/ মোঃ হাবিবুল্লাহ ফকির, মোবাঃ-০১৭১৬০২৫২১৩, ভোটার এলাকা-দঃ রঘুনাথপুর,মেঘপাল ও সয়না।(খ) ২নং আমরাজুড়ী ইউনিয়নের সুপারভাইজার মোঃরুস্তম আলী প্রঃশিঃ জোলাগাতি মুসলিম আদর্শ মাঃ বিদ্যালয়, মোবাঃ- ০১৭৩১৯৯০৭৮। তথ্য সংগ্রহকারী ১/ জুয়েল কুন্ডু, মোবাঃ- ০১৭৬০৩৯৩২৮২, ভোটার এলাকা উঃসোনাকুর,হরিণধরা দঃসোনাকুর ও গোপালপুর। ২/ মোঃ আবুল কালাম, মোবাঃ- ০১৭১২৬৫১০১৭,ভোটার এলাকা-পূঃআমরাজুড়ী ৪ ও ৫ নং ওয়ার্ডের অংশ ও মাগুরা। ৩/ সচিন সিকদার, মোবাঃ- ০১৭৩১০৭৭৯৭৩, ভোটার এলাকা-পূঃ গন্ধর্ব, পঃগন্ধর্ব ও রোঙ্গাকাঠী। ৪/ মোঃ আব্দুর রহিম, মোবাঃ-০১৭২৯১৫৮৪৫৯,ভোটার এলাকাঃ- উঃ আমরাজুড়ী, দঃআমরাজুড়ী,আশোয়া। (গ) ৩নং সদর ইউনিয়নের সুপারভাইজার, মোখলেছুর রহমান প্রঃশিঃ ৪৫নং দঃবড় বিড়ালজুরি সঃপ্রাঃবিঃ, মোবাঃ- ০১৭২০৫৪৩৫৫৭, তথ্য সংগ্রহকারী-১/মোঃ লুৎফুল হক,মোবাঃ- ০১৭৪৭৬৯০৬৮৭,ভোটার এলাকা- কচুয়াকাঠী, উঃবন্দর,২/মোঃ মাইনুল হাসান, মোবাঃ- ০১৭১২৯৪৯৭১২,ভোটার এলাকা-দাসেরকাঠী, গান্ডতা, ৩/মোঃহাফিজুর রহমান, মোবাঃ ০১৮২৬১৭৪৫৯৩,ভোটার এলাকা- উজিয়ালখান, দঃবন্দর, ৪/ মোঃইমাম হাসান, মোবাঃ- ০১৭৯৯৬৩৮২৬৩,ভোটার এলাকা- কেউন্দিয়া, সাহাপুরা। (ঘ) ৩নং ইউনিয়নের সুপারভাইজার, মোঃজসিম উদ্দিন প্রঃশিঃ কাঠালিয়া সঃপ্রাঃবিঃ, মোবাঃ- ০১৭১৬৭১৫২৩৬,তথ্য সংগ্রহকারী ১/ মোঃ দিদারুল ইসলাম,মোবাঃ- ০১৭১৯৯৩৮৭৫৫, কাঠালিয়া,দঃ ও পঃ গোসনতারা, ২/ পান্নু হোসেন,মোবাঃ- ০১৭২০২৩৯১৫৫৪, বাঁশুরি,বিপ্র বাঁশুরি, ৩/ সাখাওয়াতুল্লাহ মোবাঃ- ০১৭৩১৫১৮৯৬০,বড় ও ছোট বিড়ালজুড়ি,৪/ মোঃ নাসির মোবাঃ- ০১৩৬৬৪৯৯১০,জয়কুল,মুক্তারকাঠি,৫/মোঃ তুহিন হোসেন মোবাঃ-০১৭১২৪৭৪০৭০ বলভদ্রপুর,আসপদ্দি, গন্ধর্বপুর,৫/আবু সাঈদ, মোবাঃ- ০১৩০৯০৭৭৫৯৫, আইরনঝাপুর্ষী, বদরপুর,আইরন,বউলাকান্দা,নাঙ্গুলী। (ঙ)৪নং চিড়াপাড়া ইউনিয়নের সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান বেপারী,প্রধান শিক্ষক ৫০নং পঃ সাতুরিয়া সঃপ্রাঃবিঃ,মোবাঃ- ০১৯৫৯৭৯৫৩৩৮,তথ্য সংগ্রহ কারী-১/বিপুল ঘোষ, মোবাঃ-০১৭১৮৭৪৯০২৫, পারসাতুরিয়া,উঃসুবিদপুর ও নিলতী। ২/ মহিউদ্দিন ওমর ফারুক ০১৭১২৬৮৫৭৭১, সুবিদপুর ও কেশরতা, ৩/ মোঃ মহিদুল ইসলাম, মোবাঃ- ০১৭০৯৬৮৩৯৮২,দঃ নীলতি ও জিবগাসাতুরিয়া, ৪/ মোঃ আঃ রাজ্জাক, মোবাঃ- ০১৯২১৪৬৫১১৩,চিড়াপাড়া ও ডুমজুড়ি, ৫/ মোঃ ইমদাদুল হক, মোবাঃ- ০১৭১৫১৮৮৪৩৮,বেকুটিয়া ও বিজয়নগর। (চ) ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের সুপারভাইজার মোঃ মাসুম বিল্লাহ প্রধান শিক্ষক ৩৯নং জোলাগাতি সঃপ্রাঃবিঃ মোবাঃ- ০১৭৬৫৭৮০৩৯৪, তথ্য সংগ্রহকারী, ১/ আব্দুর রহিম মোবাঃ- ০১৭২০৬৯০৮০৮,দক্ষিণ ও উত্তর পূর্ব শিয়ালকাঠি, ২/মেহেদী হাসান মোবাঃ- ০১৭৫৫৪১১৯৬১,জোলাগাতী ,৩/ মোঃ জুয়েল হোসেন মোবাঃ- ০১৯২৬৭৭১৪৩৮,পঃ শিয়ালকাঠী ও শংকরপুর, ৪/ মোঃ আবুল হোসেন ০১৭১৮৫৪৮৯৩১, পূর্ব-পশ্চিম ফলইবুনিয়া ও সাপলেজা।
বর্তমানে মাঠ পর্যায়ে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক এবং ব্যক্তিবর্গ তথ্য সংগ্রহ কারীদের অংশগ্রহণে গত ১৬ জানুয়ারী ১দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে ২০জানুয়ারি হতে ৩রা ফেব্রুয়ারি,১৫ দিন তথ্য হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম-২০২৫ এর কার্যকাল চলমান থাকবে। অতঃপর ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী ২০ফেব্রুয়ারি,১দিন ২নং আমরাজুড়ী ইউনিয়ন, ২২ ও ২৩ফেব্রুয়ারি ২দিন ১নং ইউনিয়নের আছিয়া খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শির্ষা,২৪ ও ২৫ফেব্রুয়ারি ৪নং চিরাপাড়া ইউনিয়ন পরিষদ,২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২দিন ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ, ২৮ ও ১মার্চ ২দিন ৩ নং সদর ইউনিয়ন পরিষদ। এবং পরবর্তীতে বাদপাড়া ভোটারদের জন্য আগামী ৪ মার্চ,২০২৫ তারিখ ১দিনের জন্য কাউখালী ৩নং সদর ইউনিয়নে তালিকা সংগ্রহ করা হবে।
কাউখালী উপজেলা নির্বাচন অফিসার, মোঃ আরিফ বিল্লাহ বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ কর্ম পরিকল্পনায় চলমান ভোটার তালিকা প্রস্তুতকালে আগ্রহী নূতন ভোটারগন এলাকার দায়িত্বরত তথ্য সংগ্রহকারীদের সঠিক কাগজ-পত্র প্রদানের মাধ্যমে ত্রুটিহীন ভোটার হওয়ার জন্য অনুরোধ এবং সহযোগিতা কামনা করেন।