গাজীপুর বাইপাসে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান

রাজু আহমেদ : গাজীপুর জেলার ভোগড়া বাইবাস এলাকার শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে আজ ২২ জানুয়ারী বুধবার সকাল ১১টায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে গাজীপুর জেলা প্রশাসন। এসময় মোবাইল কোর্টে সিনহা প্যাকেজিং, সবুজ প্যাকেজিং আব্দুল্লাহ প্যাকেজিং ও হাসান প্যাকাজিংকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির দায়ে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৪টি দোকান হতে প্রায় ২ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় সারাদেশে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চলছে। এসময় পলিথিন বিক্রেতারা বলেন, আমরা খুচরা বিক্রি করি, আপনারা উৎপাদন থেকে বন্ধ করে দেন তাহলে তো আমরা আর বিক্রি করতে পারি না। তারা দাবি করে বলেন, আমাদেরকে বিকল্প কিছুর ব্যবস্থা করে দেন আমরা সেটাই বিক্রি করব না হলে আমরা কি করে খাবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।