ট্রাম্পের অভিষেকের পরই পুতিনকে শি জিনপিংয়ের ভিডিও কল: সিএনএন রিপোর্ট

চ্যানেল7বিডি ডেক্স: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

ট্রাম্পের সঙ্গে কথা, তারপর পুতিনের সঙ্গে ভিডিও কল
শপথ নেওয়ার মাত্র চার দিন আগে শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা হয় ট্রাম্পের। তবে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাশিয়ার মিত্র প্রেসিডেন্ট পুতিনকে ভিডিও কল করেন জিনপিং।

কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার
ভিডিও কলে জিনপিং ও পুতিন দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন। পাশাপাশি, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

উল্লেখযোগ্য যে, রাশিয়া এবং চীন বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক জোট শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এবং ব্রিকস এর প্রধান সদস্য। ২০২4 সালের শাংহাই কো-অপারেশন ও ব্রিকস সম্মেলনে দুই দেশের মধ্যে আলোচিত বিভিন্ন পারস্পরিক স্বার্থের বিষয় ভিডিও কলে স্মরণ করেন জিনপিং।

পুতিনের প্রতিক্রিয়া ও ভবিষ্যতের আশা
পুতিন বলেন, “অর্থনৈতিক, বাণিজ্যিক এবং জ্বালানি খাতে রাশিয়া ও চীনের সম্পর্ক দ্রুত এগোচ্ছে। ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট থাকবে বলে আমি আশাবাদী।

জিনপিংও এই কথায় সম্মতি জানিয়ে বলেন, “চীন-রাশিয়ার বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব আমাদের সম্পর্কের মূল ভিত্তি। আমরা এ সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করে যাব।

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিশ্রুতি
পুতিন ও জিনপিং বরাবরই পরস্পরকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। গত অক্টোবরে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তাঁদের সর্বশেষ সাক্ষাতের কথা স্মরণ করে পুতিন বলেন, “আন্তর্জাতিক পরিস্থিতি যা-ই হোক, আমাদের বন্ধুত্বে কোনো পরিবর্তন আসবে না।

জিনপিং আরও যোগ করেন, “চীন-রাশিয়ার সহযোগিতা ভবিষ্যতে নতুন শক্তি ও গতিতে বলীয়ান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *