মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা {ক্রাইম রিপোর্টার }: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী সান্দিকোণা ইউনিয়নের সুনামধন্য প্রতিষ্ঠান সান্দিকোণা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান প্রিন্সিপাল আলহাজ্ব বাবুল আহমেদ এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজুন, বিএনপির নেতা মোসলেম আহমেদ, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিম, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইঁয়া রোকন, ৯নং নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা দিনকাল এর উপজেলা প্রতিনিধিঃ মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মাহবুবুর রহমান মহসিন,ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবুল, সদস্য সচিব ইয়াসিন আরাফাত বাবু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহিন, সাংবাদিক মজিবুর রহমান, কুহিনূর আলম, রুকন উদ্দিন, শাহ আলী তৌফিক রিপন প্রমূখ।
প্রথমেই প্রধান অতিথি ডক্টর রফিকুল ইসলাম হিলালীকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করেন প্রিন্সিপাল বাবুল আহমেদ। পরে জাতীয় সংগীতের তালে তালে প্রধান অতিথি উদ্বোধন করেন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। পরিশেষে কৃতি শিক্ষার্থীদের সফলতার জন্য সম্মাননা কেষ্ট ও পুরস্কার প্রদান করেন প্রধান ও বিশেষ অতিথিবৃ্দ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্যেশে বলেন- আমি এতদিন আওয়ামী দুঃশাসনের ভেড়াজালে আবদ্ধ ছিলাম। এখন মুক্ত আকাশের নীচে আপনি আমি বসবাস করছি, আমি বেচেঁ থাকলে এখন থেকে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি৷ খেয়াল রাখবো।