চ্যানেল7বিডি ডেক্স: টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা একসময় বেশ কয়েকটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। তবে গত কয়েক বছর ধরে অভিনয়ে বেশ অনিয়মিত এই মডেল-অভিনেত্রী। মাঝে তাকে উপস্থাপনা ও রিয়ালিটি শো’র বিচারক হিসেবেও দেখা গেছে। এমনকি কলকাতার সিনেমায় কাজ করে নিজের স্থায়ী অবস্থান তৈরির ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।
তবে এবার নতুন এক সাফল্যের খবর দিলেন সোহানা সাবা। ভারতের জয়পুরে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ তিনি ‘জুরি’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসবে অংশগ্রহণ নিয়ে সাবা জানান, “২০১৫ সালে ‘বৃহন্নলা’ সিনেমায় অভিনয়ের জন্য আমি জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছিলাম। এরপর থেকে আমাকে প্রতি বছর এই ফেস্টিভ্যালের জুরি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, তবে ব্যস্ততার কারণে আগে অংশ নিতে পারিনি। এবার সুযোগটা কাজে লাগালাম।”
এবারের উৎসবে ৪৮টি দেশের ২৪০টি সিনেমা প্রদর্শিত হলেও বাংলাদেশের কোনো সিনেমা ছিল না। বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি ২০ জানুয়ারি ‘ওয়ার্ল্ড সিনেমা অ্যান্ড উইমেন ফিল্মমেকারস’ শীর্ষক সেমিনারে অংশ নেবেন সোহানা সাবা। এই সেমিনারে তার সঙ্গে আরও থাকবেন যুক্তরাষ্ট্রের নির্মাতা নিরা জাভেরি এবং স্পেনের অ্যানটোনিও রদ্রিগেজ কাবাল।
প্রসঙ্গত, সোহানা সাবার অভিনয় যাত্রা শুরু হয়েছিল নাচ থেকে। এরপর নাটক ও সিনেমায় বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। তবে অতীতের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। বিশেষ করে একটি মেসেঞ্জার গ্রুপে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত ও পেশাগত দক্ষতায় তিনি সবসময়ই নিজের অবস্থানকে দৃঢ় করেছেন।