ইবি থানা প্রতিনিধি: ক্রিয়া দেয় সুস্থ দেহ সুন্দর মন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধন হলো পিয়ারপুর একতা পল্লী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ১৮ -তম হাজী মহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫।
১৮ই নভেম্বর শনিবার কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও সাবেক সভাপতি, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও এসবি সুপার ডিলাক্স এর সত্ত্বাধিকারী ও একতা পল্লী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সিহাব উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ক্রীড়া ব্যক্তিত্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজের প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীক, আব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও একতা পল্লী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস, একতা পল্লী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক মোঃ হোসেন আলী ও বিএনপি নেতা ফিন্টুসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
টুর্ণামেন্টটির প্রধান পৃষ্টপোষক সুপরিকল্পিত স্ব-নির্ভর সবুজ গ্রামের রূপকার ও পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মিসেস আকলিমা সিহাব।
উদ্বোধনী খেলায় দুই দল একটি করে গোলে সমতা থাকায় ট্রাইব্রেকারে বলরামপুর একাদ্বশকে পরাজিত করে বিজয়ী হয় পোড়াদহ একাদ্বশ।