জেলা প্রতিনিধি: কুষ্টিয়া জেলা শহরের জগতি এলাকার ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. সিহাব উদ্দিন। গত বৃহস্পতিবার রাতে চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে শীতবস্ত্র স্বরূপ কম্বল তুলে দেন তিনি।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে কুষ্টিয়া জেলা বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি ও এসবি সুপার ডিলাক্সের সত্বাধিকারী সিহাব উদ্দিন বলেন, ‘ফরজ ইবাদতের পরেই মানবসেবা পবিত্র ধর্ম ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তা’আলা মানবজাতিকে সম্মানিত করেছেন। মানুষকে তার সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক মর্যাদাসম্পন্ন সৃষ্টি বলে স্বীকৃতি দিয়েছেন।
সিহাব উদ্দিন আরো বলেন, তীব্র শীতে সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও অসহায় ও হতদরিদ্র মানুষেরা খুব কষ্ট করছে। শীতের কষ্ট কিছুটা লাঘব করার জন্য সামান্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাড়িয়েছি। দরিদ্রদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে আগামীতে এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, ফেরদৌস ইসলাম, হায়দার আলী ও বাদশা মিয়া। এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।